মো. আফনান চৌধুরী, বাঁশখালী টাইমস: মাস্ক পরিধান নিশ্চিত করতে বাঁশখালী উপজেলার শীলকূপ টাইম বাজার এলাকায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাঁশখালীর ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার।
মাস্ক না পরে বের হওয়ার অপরাধে ৩৩ জনকে ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশো টাকা) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সেই সাথে মাস্কবিহীন দণ্ডিতদের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার বলেন- স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি নিশ্চিত করার জন্য এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
কয়েকদিন আগে মাস্ক না পরায় মিয়া বাজার, জলদী এলাকায় মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে মাস্ক না পরে বের হওয়ার অপরাধে ৩৪ জনকে ৩৮০০ (তিন হাজার আটশো) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।