বিটি ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রথম প্রতিবাদকারী বাঁশখালীর কৃতিসন্তান মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ আহমদের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের মৃত্যু পরবর্তী ‘গার্ড অব অনার’ দেয়া না-দেয়াকে কেন্দ্র করে বাঁশখালীতে এক অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক নির্দিষ্ট সময়ে পৌঁছাতে না পারা ও তৎপরবর্তী ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফের পুত্র মোহাম্মদ জয়নাল আবেদীন সরব হওয়ায় তাকে বিভিন্ন মহল থেকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে গত ৩১.০৭.২০২০ তারিখে কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে বাঁশখালী থানায় তিনি সাধারণ ডায়েরি করেন।
ডায়েরিতে তিনি উল্লেখ করেন- “কথেক কুচক্রীমহল আমাকে, আমার পরিবার-পরিজনদের, ভাই-বোনদের বিভিন্ন মানহানী, হেয় প্রতিপন্ন, জাল জালিয়াত, আত্মসাৎ, মারধর, হত্যা, গুম, ইত্যাদি করিবে মর্মে বিভিন্ন ভাবে দম্ভোক্তি করিতেছে। এমতাবস্থায় আমি আমার পরিবার পরিজন ভাইবোনদের জানমাল নিরাপত্তার জন্য আপনাদের শরনাপন্ন হইলাম”।
বাঁশখালী থানায় করা এই সাধারণ ডায়েরীর নম্বর ১৩২৮।