মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে বাঁশখালীর ১৬০০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (১১ জানুয়ারি) মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে এই বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। এ সময় ট্রাস্টের সদস্য সচিব মুজিবুর রহমান উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
‘মাস্টার নজির আহমদ ট্রাস্ট’ প্রতিষ্ঠালগ্ন থেকে বাঁশখালীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি বিনামূল্যে বই বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণসহ নানান সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
প্রেস বিজ্ঞপ্তি