মু. মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান চৌধুরী মোঃ গালিব সাদলী, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবীর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাসহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বাঁশখালী পৌরসভা, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে স্বাস্থ্য ও পঃ পঃ কমর্কর্তা ডাঃ শফিকুর রহমান মজুমদার, ডাঃ জান্নাতুল ফেরদৌস শশী, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাঁশখালী প্রেসক্লাবের পক্ষে যুগ্ম আহবায়ক ও দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি শফকত হোসাইন চাটগামী, দৈনিক আজাদী প্রতিনিধি কল্যান বড়ুয়া মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আব্দুল মতলব কালু, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বক্কর বাবুুল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফি উল্লাহ, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, দৈনিক ডেসটিনি প্রতিনিধি শিব্বির আহমদ রানাসহ বিভিন্ন সরকারী -বেসরকারী কর্মকর্তা কর্মচারী।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রশিদ আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শাহাদাত আলম, খানখানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াছিন, পৌরসভার প্যানেল মেয়র দেলোয়ার হোসেন, কাউন্সিলর দিলীপ চক্রবর্তী, নজরুল কবির , রোজিয়া সোলতানা রোজি,রুজিনা আক্তার, নারগিস আক্তারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগ নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ৯টায় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড, কাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেন।