BanshkhaliTimes

বাঁশখালীতে মহাজোটের একক প্রার্থী মোস্তাফিজুর রহমান

বাঁশখালী টাইমস: চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মহাজোটের একক প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় হতে এ চূড়ান্ত মনোনয়নের ঘোষণা আসে।

এ প্রসঙ্গে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা উপ কমিটির সদস্য সালাউদ্দিন সাকিব বাঁশখালী টাইমসকে বলেন- ‘কেন্দ্রীয় সিদ্ধান্তে বাঁশখালীতে মহাজোটের মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান চৌধুরী। নৌকার বিজয়ে সবাইকে একযোগে কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ইতোপূর্বে মহাজোটের অন্যতম শরীক দল জাতীয় পার্টির হয়ে মনোনয়নে বৈধতা লাভ করেছেন চট্টগ্রামের সাবেক মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী। মহাজোটের হয়ে তিনিও চূড়ান্ত প্রার্থীতা লাভের সম্ভাবনাও মাঠে জোরালোভাবে প্রচার পেয়েছে।

এ প্রসঙ্গে মাহমুদুল ইসলাম চৌধুরীর প্রেস সচিব বাঁশখালী টাইমসকে জানিয়েছেন- ‘চট্টগ্রাম -১৬ আসনে জাতীয় পার্টির নমিনেশন তিনি পেয়েছেন। মহাজোটের পক্ষ হতে তার নাম ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। কাল-পরশু মহাজোটের লিস্ট প্রকাশ হবে।
বাঁশখালীর জনগণের প্রতি তাঁর আন্তরিকতা ও বাঁশখালীর জনগণ তাঁকে আবারো এমপি হিসেবে চায় বলেই মাহমুদুল ইসলাম চৌধুরী মহাজোটের বাইরে বাঁশখালীতে লাঙ্গল নিয়ে নির্বাচন করার সমূহ সম্ভাবনা রয়েছে।’

এদিকে আজ রাত ১০ টার দিকে বাঁশখালীতে প্রার্থীতা পাওয়ার আনন্দে নৌকার সমর্থনে বিশাল মিছিল বের করেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *