কালিপুরে জহির সমর্থক মুসল্লিদের ওপর হামলায় আহত ১০

বিটি প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নাগরিক ঐক্য পরিষদ এর আপেল প্রতীকে মনোনীত (স্বতন্ত্র) সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. জহিরুল ইসলামের কর্মীদের উপর মসজিদে ঢুকে হামলার অভিযোগ পাওয়া গেছে।

BanshkhaliTimes

রবিবার (২৩ ডিসেম্বর) জোহরের সময় এ ঘটনায় মো. জাহাঙ্গীর (৩৮) ও ফাহিম(২৫), সাইফুল আলম, দেলোয়ারসহ আরো ১০-২০জন আহত হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে নাগরিক ঐক্য পরিষদ মনোনীত (স্বতন্ত্র) আপেল প্রতীক সমর্থিত প্রার্থী মো. জহিরুল ইসলাম জানান, আমাদের লোকজনসহ আমি আজ কালীপুরে নির্বাচনী প্রচারণায় যাই। জোহরের নামায আদায়রত অবস্থায় অতর্কিতভাবে মোটর সাইকেল আরোহী কিছু লোকজন দা, কিরিচ, লাঠি নিয়ে মসজিদ থেকে বের হওয়ার সময় আমাদের লোকজনের উপর হামলা চালায়। এতে আমাদের নির্বাচনী প্রচারকাজে ব্যবহৃত গাড়ী ও মাইক ভাংচুর করে।’

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *