বাঁশখালী টাইমস: যাচাই বাছাই শেষে আজ সারা দেশে বৈধ মনোনয়ন প্রত্যাশীদের নাম ঘোষণা করা হয়েছে।
এতে বাঁশখালী আসনে মনোনয়নের বৈধতা পেয়েছেন লাঙল প্রতীকের প্রার্থী সাবেক মেয়র ও সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী, নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান হতে পদত্যাগপত্র জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত না হওয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।
তাছাড়া আরও বৈধতা পেয়েছেন মোমবাতি প্রতীকে ইসলামিক ফ্রন্টের অধ্যাপক মনিরুল ইসলাম আশরাফি, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের ফরিদ আহমদ আনসারী।