সাম্প্রতিক করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাঁশখালী উপজেলায় সঙ্কটে পড়া মধ্যবিত্তের কাছে ‘ভালোবাসার উপহার’ পৌঁছে দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ।
সংগঠনের সহ-সম্পাদক জাহিদ হাসানের উদ্যোগে উপজেলার বিভিন্ন গ্রামে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহারের মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
এ বিষয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক জাহিদ হাসান জানান, করোনার প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছে মধ্যবিত্তরা। তারা না পারছে কারও কাছে চাইতে না পারছে কিছু কিনতে।
তিনি বলেন, আমার উপজেলা বাঁশখালীর বেশকিছু মধ্যবিত্ত পরিবারের ঠিকানা সংগ্রহ করেছি, যারা এমন সংকটে আছে। আজ থেকে তাদের মাঝে ‘ভালোবাসার উপহার’ বিতরণ শুরু করলাম। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এই সময় উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন,রিয়াদুল হক,ফুয়াদ চৌধুরী।