BanshkhaliTimes

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ বসতঘর পুড়ে ছাঁই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩২ বসতঘরের প্রায় ৫৫ থেকে ৬০ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার সময় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম চাম্বল বাংলাবাজার সংলগ্ন জলদাশ পাড়ায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ এ অগ্নিকান্ড ঘটে। এ ঘটনায় আগুন মুহূর্তেই সবদিকে ছড়িয়ে পড়লে কোন কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ‘ওই এলাকার জলদাশ পাড়ার মিলন জলদাশের বাড়ি থেকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ঘনবসতি হওয়ায় মুহূর্তেই আগুন সব দিকে ছড়িয়ে পড়ে। এতে ৩২ বসতঘরের প্রায় ৫৫-৬০ টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়। পরে বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে যায়।

গভীর রাতে অগ্নিকান্ড সংঘটিত হওয়ায় তারা কোন কিছুই উদ্ধার করতে পারেনি বলে জানান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের একজন বিকাশ জলদাশ। এ ঘটনায় কোন লোকজন হতাহত হয়নি বলে জানা যায়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো হল- মৃদল দাশ, বাদল দাশ, সমীরণ দাশ,হরি দাশ, রতন দাশ, পরিতোষ দাশ, সাগর দাশ (পাঁচ পরিবার), সুরেশ দাশ, হরিপদ দাশ, গুরুধন দাশ, মধুরাম দাশ, শ্রী নন্দ দাশ, সন্দা মোহন দাশ, সমীরণ দাশ (দুই পরিবার), গোপাল দাশ (৪ পরিবার) মতিলাল দাশ (দুই পরিবার), সম্পদই দাশ, সুকুমার দাশ, রাজকুমার, সুধীর দাশ, স্বপন দাশ, রঞ্জুত দাশ (দুই পরিবার), রাম প্রসাদ (৪ পরিবার), ভাটি রাম দাশ (তিন পরিবার), রাখাল দাশ, জদু রাম দাশসহ ৩২ বসতঘর।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম, চাম্বল ইউপি’র বাংলাবাজারের অদূরে পশ্চিম চাম্বল জলদাশ পাড়ায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিস টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দীর্ঘ দেড় ঘন্টা ধরে আমরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি। এ ঘটনায় জলদাশ পাড়ার ৩২ বসতঘরের প্রায় ৫৫ থেকে ৬০ পরিবারের সর্বস্ব পুড়ে যায়। অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা যায়নি। সঠিক তদন্ত সাপেক্ষে বলা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতো। তবে এটি ছিল ভয়াবহ অগ্নিকান্ড।’

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *