তাফহীমুল ইসলাম: বাঁশখালীতে ভেজালের বিরুদ্ধে অভিযান চলছে গত সপ্তাহ থেকে। গত সপ্তাহে ইউএনও কাজী চাহেল তাস্তরীর নেতৃত্বে ভেজাল বিরোধী একটি অভিযান পরিচালিত হয়। এতে হাবিবের দোকান, বৈলছড়ী বাজার, কালীপুরসহ রামদাস মুন্সীর হাটের বেশ কয়েকজন ব্যবসায়ীকে বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয়। ইউএনও কর্তৃক প্রশাসনের এই অভিযানের কথা জানতে পেরে মুদির দোকান, ফলের দোকান, ফার্মেসি, চায়ের দোকানের মালিকরা তাদের দোকান বন্ধ করে চলে যেতে দেখা যায়।
সূত্রমতে, ইউএনও গতকালও বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছেন।