২১ ফেব্রুয়ারিতে বাঁশখালী পৌরসভা মিলনায়তনে পৌরমেয়র সেলিমুল হকসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে ভাষাদিবসে ভাষা সৈনিকদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করেন দৈনিক পূর্বদেশ সম্পাদক ও দক্ষিণজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি।
মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদদিবস উদযাপন উপলক্ষ্যে বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ‘তারুণ্যের চোখে কেমন বাঁশখালী চাই’ শীর্ষক উন্মোক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান রাখেন।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দের স্মরণে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন ও মোনাজাত করেন মুজিবুর রহমান সিআইপি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।