বাঁশখালী টাইমস: বাঁশখালীতে নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসিক বেতনের টাকা অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণে ব্যয় করেছেন।
তিনি নিজ গ্রামে দিনমজুর ও কর্মহীন ৪০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী চাল, মশুর ডাল, তেল,
আলু, পেঁয়াজ ও সাবান বিতরণ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক বাঁশখালী টাইমসকে বলেন- ‘আসলে দান হওয়া উচিৎ নীরবে নিভৃত। প্রচারের খায়েশ থেকে দান করলে সে দানের উপযুক্ত প্রতিদান উপরওয়ালা দিবেন না। আমি এ নিউজটা প্রকাশ করতে বলতাম না। বলেছি যেন অন্যরাও উৎসাহিত হয়। প্রচারের চেয়ে যেন মানবিকতার চর্চা বেড়ে যায়। আসুন এই দুর্যোগে যার যার অবস্থান থেকে নিজেদের প্রতিবেশী ও আত্মীয়স্বজনের পাশে থাকি।’
উল্লেখ্য, তিনি এসব বিতরণের সময় কোন ধরণের ছবিও তুলেননি।