মুহাম্মদ মিজান বিন তাহের : জাতীয় বৃক্ষরোপন অভিযান “শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ“ ২০১৯ ইং উপলক্ষে বাঁশখালী ইকোপার্কে শোভা বর্ধনকারী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিনামূল্য ফলজ চারা বিতরন উপজেলা প্রশাসন,বাঁশখালী ইকোপার্ক জলদী সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বৃক্ষ রোপণ অভিযান ২০১৯ শোভা বর্ধনকারী বৃক্ষ রোপন উদ্বোধন অনুষ্টান বৃহস্পতিবার (৪ জুলাই) বাঁশখালী ইকোপার্কে অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ উদ্বোধনী অনুষ্ঠানে চারা বিতরণ করেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, জলদী সহ ব্যবস্থাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক সিকদার, সদস্য সচিব ও বাঁশখালী ইকোপার্কে (ভরপ্রাপ্ত) কর্মকর্তা রেইঞ্জার আনিছুজ্জান শেখসহ সভাপতি হামিদ উল্লাহ, কোষাধক্ষ জোবাইর চৌধুরী সহ জলদী সহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা কর্মচারীবৃন্ধ।
পরে বাঁশখালীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বিনামূল্য ২ হাজার ফলজ চারা বিতরণ করা হয়।