তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক যুগান্তর পত্রিকার বাঁশখালী উপজেলা প্রতিনিধি আবু বক্কর বাবুলের আয়োজনে মঙ্গলবার (১৩ জুলাই) বিকেলে বাঁশখালী প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী উপজেলা ওলামালীগের সভাপতি ও উত্তর জলদী শহীদ দেলোয়ার হোসেন দারুল আরকাম মাদরাসার পরিচালক মাওলানা আকতার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক আজাদী প্রতিনিধি কল্যাণ বড়ুয়া মুক্তা, দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আবদুল জব্বার, দৈনিক সংবাদ প্রতিনিধি সৈকত আচার্য্য, দৈনিক অধিকার প্রতিনিধি শিব্বির আহমদ রানা, দৈনিক সকালের সময় প্রতিনিধি মুহাম্মদ দিদার হোসাইন, দৈনিক গণকণ্ঠ প্রতিনিধি আফনান চৌধুরী, দৈনিক বায়ান্ন প্রতিনিধি তাফহীমুল ইসলাম, চট্টলা২৪. কম প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ প্রমুখ।