মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউপির পূর্ব চেচুরিয়া আনন্দময়ী কালী মন্দিরে বি.এস.পি ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোগে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে ৪৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় কালীপুর নীমকালী মন্দির ১০০ টি, গন্ডামারা জেলে পাড়া ১০০টি, বানীগ্রাম জগন্নাথ দামে ১০০ টি কম্বল অসহায় দুঃস্থ্য গরীব ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে ৭৫০ টি কম্বল বিতরণ করা হয়। স্থানীয় শীতার্তদের মাঝে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি.এস.পি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক বাবু অজিত কুমার দাশ। এতে প্রধান অতিথি হিসেবে ডা. মেজবাহুল হক শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন স্বপন কান্তি দাশ, মুক্তিযোদ্ধা অসিত কুমার সেন, তাপস কুমার নন্দী, মহিলা ইউপি সদস্য নুরতাজ বেগম, ইউপি সদস্য মোঃ জামাল, পরিমল দেব, আবু তাহের, বিকাশ দত্ত, আব্দুর রহমান প্রমূখ।