মু. মিজান বিন তাহের: বিশ্ব পরিযায়ী পাখি দিবস ( World Migratory Day) আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। পাখির মাধ্যমে যুক্ত সমগ্র বিশ্ব এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রামের বাঁশখালীতে ( Banshkhali ) বিশ্ব পরিযায়ী পাখি দিবস ২০২০ পালিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রামের ব্যবস্থাপনায় বাঁশখালী ইকোপার্কের হল রুমে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( Banshkhali Upozilla Nirbahi Officer ) মোমেনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাছের মোহাম্মাদ ইয়াছিন নেওয়াজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ( Banshkhali Upozilla Animal Health Officer ) ডাঃ সমরঞ্জন বড়ুয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, নুর জাহান বেগম, দীপান্বিত ভট্টাচার্য্য, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, হামিদ উল্লাহ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, পরিযায়ী পাখিদের আগে অতিথি পাখি বলা হতো। কিন্তু নিবিড় গবেষণায় দেখা গেছে, এরা অতিথি নয়। বরং এরা যে দেশে যায়, সেখানে ডিম পাড়ে এবং সেই ডিম ফুটে বাচ্চা হওয়া পর্যন্ত বাস করে। অর্থাৎ বছরের বেশ কয়েক মাস তারা ভিন দেশে বাস করে।