BanshkhaliTimes

বাঁশখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলা প্রশাসন ও বাঁশখালী পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে আজ বুধবার (১১জুলাই) সকাল ১২ টায় এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাঁশখালী পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাঙ্গণে এসে শেষ হয়। এবারের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’

পরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশের স্বাগত বক্ত্যবের মধ্যে দিয়ে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বাঁশখালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাফিয়া খাতুন,সহকারী কমিশনার (ভূমি) আরিফুল হক মৃদুল,উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল আযাদ,কৃষি কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তৌহিদুল আনোয়ার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী,উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এসএসিএমও) মহিউদ্দীন আহমদ,পরিবার পঃ পরিদর্শক (এফপিআই) সরওয়ার আলম,সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার তৌহিদুর রহমান,পরিবার কল্যান সহকারী ফেরদৌসী আক্তার, অফিস সহায়ক শহিদুল ইসলাম প্রমুখ।

এতে পরিবার পরিকল্পনা পরিদর্শক আশেকুর রহমান পবিত্র কুরআন তেলাওয়াতে মধ্যে দিয়ে অনুষ্টান সঞ্চালনা করেন ফারহান বিন ছাদেক।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *