মুহাম্মদ আরিফ, বাঁশখালী টাইমস: বাঁশখালীতে ( Banshkhali ) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবুল কাসেম (৩৮)নামে একজনের মৃত্যু হয়েছে। সে পূর্ব চেচুরিয়া খদুলা পাড়ার মৃত নুরুল আমিন সওদাগরের জেষ্ঠ পুত্র।
আবুল কাসেম পেশায় একজন ইলেকট্রনিক মিস্ত্রি ছিলেন। জানা যায়, তিনি বাঁশখালী ( Banshkhali ) পৌরসভাস্থ একটি হার্ডওয়্যারের দোকানে চাকরি করতেন। আজ পেশাগত কারণে শীলকূপ ৮ নং ওয়ার্ডে সৈয়দ মাস্টারের বাড়িতে ফ্রিজ মেরামত করার সময় দুর্ঘটনাবশত সন্ধ্যা ৭ টার দিকে বিদ্যুত স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
আবুল কাসেম ২ মেয়ে ১ পুত্রের জনক ছিলেন। জেষ্ঠ সন্তান পঞ্চম শ্রেণীতে অধ্যয়নরত বলে জানা গেছে।
এই বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি মহোদয় বাঁশখালী টাইমসকে জানান, বৈদ্যুতিক শক থেকে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, প্রাথমিক তদন্তে বাড়িওয়ালার কোনো ত্রুটি তাঁরা পাননি এবং স্বজনদের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা করা হবে বলে জানান।