BanshkhaliTimes

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রী নিহত, আহত স্বামী

মুহাম্মদ মিজান তাহের: বাঁশখালী উপজেলার সরল ৫ নং ওয়ার্ডের পূর্ব মিনজিরিতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসীর স্ত্রী রুবি আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধা ৬ টার দিকে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত গৃহবধু সদ্য আরব আমিরাত ফেরত প্রবাসী মু. ফরিদ আহমদ (৪০) এর স্ত্রী। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, নিজ ঘরের বৈদ্যুতিক ছেড়া তারে গৃহবধু রুবি আক্তার অসাবধানতা বশত হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় গৃহবধুর চিৎকার শুনে তাকে বাঁচাতে তার স্বামী এগিয়ে আসলে সে ও বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়। এ দিকে স্থানীয়রা আহত গৃহবধু ও তার স্বামীকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়। বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক নিগার সোলতানা বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় রুবি আক্তার নামে এক গৃহবধুকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। একই সাথে নিহতের স্বামী ফরিদ আহমদ গুরুতর আহত হয়। আমরা তার অবস্থা গুরুত্বর ও আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেছি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *