মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের নেয়াজর পাড়া বদিউল আলম ফকিরের বাড়ী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক মহিলার মৃত্যু ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নিজ বাড়িতে কাপড় শুকাতে গেলে বিদ্যুতের তারের স্পৃষ্টে জড়িয়ে তার মৃত্যু ঘটে। নিহত দিলোয়ারা বেগম (৪৫) জলদী মিয়ার বাজারের ব্যবসায়ী মো.আনছারের স্ত্রী ।
স্থানীয় প্রতিবেশী ও মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আতিকুল আলম বলেন,নিহত দিলোয়ারা বেগম আমাদের নিকটতম আত্বীয় এবং আমরা একই বাড়ির বাসিন্দা। সে প্রতিদিনের মতো বাড়ির উটানের আঙ্গিয়ান কাপড় শুকাতে গেলে বিদ্যুৎ তারে স্পৃষ্টে তার মৃত্যু হয়।
বিদ্যুৎস্পৃষ্টে আক্রান্ত দিলোয়ারা বেগম কে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত ডাঃ কানিছ ফাতেমা রুদ্রবা।