মহানগর প্রতিনিধি: বাঁশখালীতে বিদ্যুতের দাবিতে দিন দিন ফুঁসে উঠছে বিক্ষুব্ধ গ্রাহকরা। গত সপ্তাহে উপজেলা এলাকায় দীর্ঘ মানববন্ধনের মধ্য দিয়ে প্রতিবাদ করার পর গতকাল নিরবিচ্ছিন্ন, বিদ্যুৎ সরবরাহ, অসহনীয় লোডশেডিং ও ভুতুড়ে বিল বন্ধের দাবিতে বাঁশখালীর সর্বস্তরের জনসাধারণের পক্ষে চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরীকে স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ নাছির উদ্দিন, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ বাঁশখালী প্রতিনিধি মহিবুল্লাহ ছানুবী, শিক্ষানবীস আইনজীবী সাবেক ছাত্রনেতা মাহমুদুল ইসলাম, দৈনিক আলোকিত বাংলাদেশ বাঁশখালী প্রতিনিধি মিজান বিন তাহের প্রমুখ।