BanshkhaliTimes

বাঁশখালীতে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন ও সেলাইমেশিন বিতরণ

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। এতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কৃষি কর্মকর্তা আবু সালেকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সফিউল কবীর, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, চেয়ারম্যান তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আহমদ ছফা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আজ আমাদের আনন্দের দিন। পাশাপাশি শোকের মাসও। শোকের মাস হওয়ায় আমরা আনন্দ উদযাপন করছি না। বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছাঁয়ার মতো। কোন ভালো কাজে কারো অনুপ্রেরণা থাকতে হয়, বঙ্গবন্ধুর সেই অনুপ্রেরণা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব।’ আলোচনা সভা শেষে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে হতদরিদ্র সাতজন অসহায়কে সেলাই মেশিন বিতরণ করা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *