BanshkhaliTimes

বাঁশখালীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

BanshkhaliTimes

মিজান বিন তাহের, বাঁশখালী টাইমসঃ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠান বাঁশখালী উপজেলা প্রশর উদ্যোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম ১৭ বাঁশখালী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,
মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,
কালীপুর ইউপি চেয়ারম্যান আ,ন ম শাহাদত আলম,চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক,এডভোকেট তোফাইল বিন হোসাইন, মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি,মিয়ারবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাহমুদুল,ইসলাম,সাধারন সম্পাদক আতিকুল আলম
প্রমূখ। এসময় বাঁশখালী উপজেলা প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় বাঁশখালী পৌরসভা একাদশ বনাম চাম্বল ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। উক্ত ফাইনাল খেলায় পৌরসভা একাদশ (২-০) চাম্বল একাদশকে পরাজিত করে বিজয়ী হন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ গ্রহন করেন পৌরসভা একাদশের একাদশের মিসকাতুল ইসলাম।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *