মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ( অনুর্ধ্ব-১৭) উদ্বোধনী অনুষ্ঠান বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৭ বাঁশখালী আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, পৌরমেয়র সেলিমুল হক চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতিয়াক আহমেদ,বউপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন চৌধুরী খোকা,সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী,বাজারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াছিন,পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন,এডভোকেট তোফাইল বিন হোসাইন, মিয়ারবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মাহমুদুল ইসলাম,সাধারন সম্পাদক আতিকুল আলম
প্রমূখ। খেলায় বাঁশখালী উপজেলার প্রত্যেক ইউনিয়ন থেকে ১টি দল টুর্নামেন্টে অংশ নিবে।