মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ জুলাই) বেলা ৩ টায় বাঁশখালী আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই ফাইনাল খেলা। এতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে (২-০) গোলে বৈলছড়ি অভ্যারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ী হন ছনুয়া তোতকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে (৩-২) গোলে কালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ী হন মনকিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
জানা যায়, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে সেরা হয়েছে তোতকখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তসলিমা আক্তার। এছাড়া বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে সেরা হয়েছেন কপিল উদ্দীন।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী, সাধারন সম্পাদক অধ্যাপক অাব্দুল গফুর, পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ,উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, তোমাদের এই গৌরব অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষতে তোমরা আরো বড় হও।
পরে তিনি বাঁশখালীর প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি করে ফুটবল দেওয়ার ঘোষণা দেন।
শেষে প্রধান অতিথির হাত থেকে চ্যম্পিয়ন ট্রপি গ্রহণ করে বিজয়ী দলের খেলোয়াড়রা।