তাফহীমুল ইসলাম, বাঁশখালী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী থানার ওসি মোহাম্মদ সফিউল কবীর, বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সোলতানুল গনি চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুন, প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া, উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভূঁইয়া, কৃষি কর্মকর্তা আবু সালেক, নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম, বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু জেল, জুলুম সহ্য করে দেশ স্বাধীন করেছেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’