BanshkhaliTimes

বাঁশখালীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত

মুহাম্মদ মিজান বিন তাহের: বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঁশখালী বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুহাম্মদ বদরুল হক, থানা অফিসার ইনচার্জ(ওসি) কামাল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল কালাম মিয়াজী,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামলী দাশ, কৃষি অফিসার শহীদুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসতিয়াক আহমদ,প্রাথমিক শিক্ষা অফিসার কেএম মোস্তাক আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (অর্থ) মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শ্যামল দাশ, বাঁশখালী উপজেলামুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম সিকদার, বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ,অনুষ্টান পরিচালনা করেন বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু অঞ্জন চক্রবর্তী
সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

BanshkhaliTimes
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *