বিটি ডেস্ক: বাঁশখালীর প্রেম বাজার চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম শুভ জন্মদিন কেক কেটে উদযাপন করেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি.।
জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এই অালোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন তিনি। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি জন্ম নেওয়াতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার আদর্শে আমাদের এগিয়ে যেতে হবে।
এতে আরো উপস্থিত ছিলেন শাহিদা আকতার জাহান, চাম্বলের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীলের চেয়ারম্যান ইয়াসিন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।