মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় দুস্থ মহিলা কল্যাণ সংস্থার উদ্যোগে জেলা পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত অাত্মজীবনী বিতরণ অনুষ্ঠান ও
বাঁশখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বাঁশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহিদুল্লার সঞ্চালনায় ও বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে অর্থ ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শাহিদা আক্তার জাহান,অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো.নূরুল ইসলাম,উপজেলা যুবলীগের সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আবু সুফিয়ান,আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, প্রধান শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন জুবাইর জসীম,রেজাউল করিম, শংকর প্রসাদ দাশ,বদরুদ্দীন চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্বলিত বঙ্গবন্ধুর অসমাপ্ত অাত্মজীবনী সকলের তরে সুন্দর সমাজ গঠনে কাজ করবে। বঙ্গবন্ধুকে ভালবাসার মধ্য দিয়ে তাঁর জীবন অাদর্শ ধারন করার প্রকৃত হাতিয়ার অসমাপ্ত অাত্মজীবনী ।
তিনি উপস্থিত সকলকে অসমাপ্ত অাত্মজীবনী পড়ার মাধ্যমে নিজের জীবনকে সেভাবে পরিচালিত করার অাহবান জানান।
উল্লেখ্য দুস্হ মহিলা কল্যান সংস্থার উদ্যোগে জেলা পরিষদ চট্টগ্রামের পক্ষ থেকে বঙ্গবন্ধুর অসমাপ্ত অাত্মজীবনী ১৬০ টি বই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়।