
বাঁশখালী টাইমস: করোনায় আর্থিকভাবে বিপর্যস্ত অসহায় পরিবারের পাশে ব্যতিক্রমধর্মী সেবা নিয়ে এগিয়ে এসেছে ‘ফুড ব্যাংক বাঁশখালী’। ইতোমধ্যে এ সেবা ধারণাটি দেশের বিভিন্ন এলাকায় সাড়া ফেলেছে। ফুড ব্যাংকের মাধ্যমে কয়েক ধাপে সেবা কার্যক্রমটি সম্পন্ন হয়। আগ্রহী দাতাদের অর্থায়নে খাদ্যসামগ্রী ক্রয়, প্যাকেজিং, হতদরিদ্র পরিবারের মাঝে ফুড টোকেন বিতরণ এবং সবশেষে সেবাগ্রহীতা জনসমাগম এড়িয়ে নির্দিষ্ট দোকান/ফুড ব্যাংক থেকে টোকেন দেখিয়ে খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
করোনাকালীন দুঃস্থ পরিবারের জন্য এই খাদ্য প্রকল্প গত ৪ এপ্রিল কিছু দুঃস্থ পরিবারের মাঝে খাদ্যত্রাণ বিতরণের মাধ্যমে প্রথম ‘ফুড বুথ’ বৈলছড়ি বাজার’ উদ্বোধন করা হয়।
এরপর ৭ এপ্রিল’২০ তারিখ বৈলছড়ি ইউনিয়নের আরও ৫টি দুঃস্থ পরিবারকে ‘ফুড-টোকেন’ প্রদান করা হয়েছে। এক্ষেত্রে ‘ফুড ব্যাংক বাঁশখালী’র নির্ধারিত ‘ফুড বুথ: বৈলছড়ি বাজার’ (হাজী স্টোর)-এ ফুড-টোকেনটি জমা দিলেই প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সম্বলিত ‘ফুড-প্যাকেট’টি দেয়া হবে। প্রতিটি ফুড প্যাকেটে থাকছে, দশ কেজি উন্নত মানের চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবন, আলুসহ ৭০০ টাকার খাদ্যসামগ্রী।
‘ফুড ব্যাংক বাঁশখালী’র সাথে থাকুন, দুঃস্থ পরিবারের পাশে থাকুন’ স্লোগানকে ধারণকে পুরো কার্যক্রমটি সমন্বয় করছেন বিশিষ্ট আলেমেদ্বীন চেচুরিয়া বড় মসজিদের খতিব মুহাম্মদ মুনির উদ্দীন। তিনি সমাজের বিত্তবানদের এই ব্যতিক্রমধর্মী, স্বচ্ছ ও পরিকল্পিত প্রকল্পে সহযোগিতার হাত প্রসারিত করার আহবান জানান৷