মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বর্ষ সমাপণী ও প্রিমিয়াম মেলা ২০১৮ আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ) দুপুরে বাঁশখালী উপজেলা সদরস্থ আব্দুল লতিফ চেয়ারম্যান মার্কেটের ২য় তলায় উপজেলা সাংগঠনিক অফিসে অনুষ্ঠিত হয়।

প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড বাঁশখালী,সাতকানিয়া আনোয়ারা শাখার এরিয়া ইনচার্জ নুরুল আলমের সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা শাখার জেলা কো-অর্ডিনেটর মাওলানা আব্দুস সবুর ইসলামাবাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বর্ষ সমাপণী ও প্রিমিয়াম মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম ও সিলেট বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ এম এ মতিন, প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম কর্পোরেট জোন (২) ইভিপি ইনচার্জ বজলুল করিম সিকদার,বিশেষ অতিথি ছিলেন,চট্রগ্রাম জোন (১১) জে.ই.ভি.পি ইনচার্জ এফ.এ হেলাল,সাতকানিয়া অফিসের ইনচার্জ নাছির উদ্দীন,বাঁশখালী সাংগঠনিক অফিসের ভি.সি মাওলানা মুছা,ভিসি সাতকানিয়া নুর হোসেন,গুনাগরি অফিস ইনচার্জ মোঃ জসিম উদ্দীন,উপজেলা সাংগঠনিক অফিসের ভি.সি মোঃ কায়চার,ইউচুফ,মাসুদ,জাহেদ,মিজান,জান্নাতুন নাঈম,আব্দুল আহাদ,রুমি আক্তার,শাকি আক্তার,ফাতেমা,নুর আক্তার,শিরিন আক্তার,নুরুন নাহার চৌধুরী,হোসনেয়ারা, রিদুওয়ান,খোবাইবুল ইসলাম প্রমুখ।