নিজস্ব প্রতিবেদক: বাঁশখালীতে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের গ্রাহকের মরণোত্তর চেক ও ব্যবসা উন্নয়ন সভা মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঁশখালী উপজেলা সদরস্থ লতিফ চেয়ারম্যান মার্কেটের ২য় তলায় উপজেলা সাংগঠনিক অফিসে অনুষ্ঠিত হয়।
প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড বাঁশখালী,সাতকানিয়া আনোয়ারা শাখার এরিয়া ইনচার্জ নুরুল আলমের সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা শাখার ভিপি মাওলানা আব্দুচ ছবুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চট্টগ্রাম ও সিলেট বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও ইনচার্জ এম এ মতিন, বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম কর্পোরেট জোন (২) ইভিপি ইনচার্জ বজলুল করিম সিকদার,চট্রগ্রাম জোন (১১) জেইভিপি ইনচার্জ এফ.এ হেলাল, আগ্রাবাদ সার্ভিসিং সেলের ইনচার্জ কুদ্দুস মোল্লা,সাতকানিয়া অফিসের ইনচার্জ নাছির উদ্দীন,গুনাগরি অফিসের ইনচার্জ মাওলানা মুছা,নুর হোসেন,জান্নাতুন নাঈম,ইউচুফ, আরিফ,ফাতেমা,নুর আক্তার,জসিম,মাসুদ,জাহেদ,রিদুওয়ান,জোনাঈদ,নুরুন নাহার,প্রমুখ।