বাঁশখালীতে প্রবাসী হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

মুহাম্মদ মিজান বিন তাহের: পৌরসভার আস্করিয়া পাড়ায় দুর্বৃত্তদের হামলায় নিহত প্রবাসী জাফর আলম (৬২) হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে বাঁশখালী থানা পুলিশ ৩ জনকে আটক করেছে। নিহত জাফর আলমের স্ত্রী ছারা খাতুন বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা নং- ৪১, তাং- ৩১/০৫/২০১৭ইং, দায়ের করে। যার পরিপ্রেক্ষিতে বাঁশখালী থানা পুলিশ আটককৃত আসামীদের আদালতে সোপর্দ পূর্বক ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেছে বলে বাঁশখালী থানার অফিসার (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান।
জানা যায়,বাঁশখালী পৌরসভার দক্ষিণ জলদী আস্করিয়া পাড়ার( মোস্তাক ভিলা) টিনশেড সেমিপাকা বাড়িতে বাসা ভাড়া নিয়ে বিগত ১ মাস যাবৎ কক্সবাজার জেলার রামু থানাধীন মিঠাছড়া এলাকার জাফর ও তার স্ত্রী ছারা খাতুন বসবাস করে আসছিলেন। প্রবাসী জাফর আহমদের স্ত্রী ছারা খাতুন সৌদি আরব থেকে আসার সময় প্রচুর পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে আসার খবর তার পার্শ্ববর্তী ৭ নং বাসার ভাড়াটিয়া ১ নং আসামী বাঁশখালী পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত মনির আহমদের পুত্র আবদুল আজিজ ও তার স্ত্রী নুরন্নাহার বেগম(৩০) । কিন্তু সেই স্বর্ণ ও টাকা উপর লোভ পেয়ে বসে নুরুন্নাহারের। ঘটনার দিন আটক আবদুল আজিজ ও তার স্ত্রীসহ অন্যান্যরা তার বাসায় হানা দিয়ে নগদ স্বর্ণালংকার ও টাকা লুট করে। গত ৩০ মে ১৭ইং (মঙ্গলবার) এক দিকে ‘মোরা’ আক্রমণ অন্য দিকে সন্ধ্যা ৭ টার দিকে জাফর আলমের স্ত্রীর স্বর্ণালংকার ও টাকা পয়সার লোভের বশবর্তী হয়ে আসামী আজিজ জাফর আলমের ভাড়া বাসায় প্রবেশ করে তার স্ত্রীর মুখ চেপে ধরলে জাফর আলম এগিয়ে আসতেই তাকে গুলি করে। পরবর্তীতে তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তার বেশী রক্ত অতিবাহিত হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় তার মৃত্যু হয়।
ঘটনার সাথে জড়িত আবদুল আজিজ পৌরসভার আস্করিয়া এলাকার মৃত নজির আহমদের পুত্র। অপরাপর জড়িত দুই মহিলা হলেন, আবদুল আজিজের স্ত্রী নুরুন্নাহার বেগম এবং মিনজিরীতলা এলাকার মোঃ মনিরের স্ত্রী নুরুন্নাহার বলে জানিয়েছেন পুলিশ।
এদিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক ব্যাপক জিজ্ঞাসাবাদ করে এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আদালতে তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি আলমগীর হোসেন বলেন, প্রবাসী জাফর আলম হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং প্রকৃত তথ্য উদ্ঘাটনে আদালতে সোপর্দ পূর্বক ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও চোরাই স্বর্ণালংকার ও টাকা পয়সা উদ্ধার অভিযান পরিচালনা ও ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *