বাঁশখালীতে প্রফেসর সিরাজুল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

বাঁশখালীতে প্রফেসর সিরাজুল করিমের স্মরণসভা অনুষ্ঠিত

মুহাম্মদ মিজান বিন তাহের: চাম্বলের কৃতি সন্তান ইংরেজী বিভাগের খ্যাতিমান শিক্ষক ও রাঙ্গামাটি সরকারি কলেজের প্রয়াত প্রফেসর অধ্যক্ষ সিরাজুল করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে চাম্বল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেল ৩ ঘটিকার সময় ঐতিহ্যবাহী চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে বাঁশখালী চাম্বল এলাকার উজ্জ্বল নক্ষত্র রাঙ্গামাটি সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সফল অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম প্রফেসর সিরাজুল করিমের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা মাষ্টার নজির আহমদ কলেজের অধ্যক্ষ ও সিরাজুল করিম স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার ফারুক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ছিদ্দিক আহমেদ।

উক্ত অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের সাবেক সভাপতি প্রফেসর চৌধুরী মোহাম্মদ আলী ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্টের ট্রেজারার প্রফেসর অজিত কুমার, হাজেরাতজু ডিগ্রী কলেজের প্রফেসর জামাল উদ্দিন, অধ্যাপক আবু বক্কর ছিদ্দিক, প্রফেসর সুভাষ চন্দ্র নাথ, অধ্যক্ষ আশেক এলাহী, অধ্যক্ষ রিদুয়ানুল ইসলাম, প্রধান শিক্ষক শফিকুর রহমান, অধ্যাপক বাবলা কুমার দাশ, অধ্যাপক শ্যামল রুদ্র, শিক্ষক দেবপ্রিয় বড়ুয়া,ও মরহুমের পুত্র এডভোকেট সাজ্জাদ হোসেন প্রমুখ ।

রাঙ্গামাটি সরকারি কলেজের প্রয়াত প্রফেসর অধ্যক্ষ সিরাজুল করিমের স্মরণ সভায় বক্তারা
বরেণ্য খ্যাতিমান এই শ্ক্ষিাবিদের কর্মকান্ডের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম ও বাঁশখালীর বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক, রাজনীতিবিদ, সমাজসেবক ও সাংবাদিকবৃন্দ।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *