বাঁশখালীতে প্রথম দোকানদার ছাড়া দোকান!

অনুপম কুমার অভিঃ বাঁশখালীর একটি বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে আলমারিতে থরে থরে সাজানো রয়েছে খাতা, কলম, চক, পেন্সিল, স্কেল বক্সসহ নানাবিধ প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী। রয়েছে টিফিন সামগ্রী চিপস, বিস্কিট, লজেন্স, সুইংগামসহ হালকা খাবার। শিক্ষার্থীরা মূল্য তালিকা দেখে পছন্দমতো পণ্য কিনছে। আর ওই দোকানের রক্ষিত একটি বাক্সে পরিশোধ করছে নির্ধারিত মূল্য। বিক্রেতাহীন এই দোকানের নাম রাখা হয়েছে সততা স্টোর।

চট্টগ্রামে এই প্রথম বাঁশখালী উপজেলায় পরীক্ষামূলকভাবে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হল।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উদ্যোগে বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির তত্ত্বাবধানে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিক্রেতাবিহীন এই স্টোরের উদ্বোধন করা হয়। সততা সংঘ পরিচালনা কমিটির পরিচালনায় বাঁশখালী উপজেলার সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয় ও কালিপুর নাসেরাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও খাবার সামগ্রী সাশ্রয়ী মূল্যে এই বিক্রেতাবিহীন সততা স্টোরে থাকবে বলে কমিশন সূত্রে জানা যায়। এ উপলক্ষে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিক্রেতাহীন সততা স্টোর চালুর খবর অভিভাবকদের কাছে পৌঁছলে তারা এটাকে অত্যন্ত ভাল ও প্রশংসনীয় উদ্যোগ বলে অভিহিত করেছেন।
উদ্যোক্তাগণ জানান, এ ধরণের উদ্যোগ একদিকে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনে গ্রামের শিক্ষার্থীরা যেমন উপকৃত হচ্ছে, ঠিক তেমনি তারা উঠতি বয়স থেকেই দায়িত্বশীলতা ও সততার শিক্ষা গ্রহণ করছে। প্রাথমিকভাবে ১০ হাজার টাকা পুঁজিতে সততা স্টোর চালু করা হয়েছে।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ-পরিচালক সৈয়দ আহমেদ জানান, চট্টগ্রামে এই প্রথম কোন একটি উপজেলার মধ্যে বাঁশখালীতে প্রাথমিকভাবে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করা হবে। কমিশন মনে করেন, তৃণমূল পর্যায় থেকে সততার পরিচয় ঘটাতে এই কার্যক্রম দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এই ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সততা স্টোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বাঁশখালী উপজেলা সভাপতি তাপস কুমার নন্দী, সহ-সভাপতি মোরশেদ আহমেদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অসিত সেন, সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিন চৌধুরী, সদস্য মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য, মো. আরিফুল হক চৌধুরী, অনুপম কুমার দে, সুপ্রিয়া বড়–য়া, জোবাইদুর রশিদ রনি, সরওয়ার কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকগণ।
বাঁশখালীর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাপস কুমার নন্দী বলেন, বাঁশখালী উপজেলায় ২৬টি মাধ্যমিক, ২৩টি মাদ্রাসায় ৫টি কলেজে সততা সংঘের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সততার সাথে সততা স্টোরগুলো পরিচালনা করবেন। সাধনপুর পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোকন চক্রবর্তী জানান, বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ১২০০ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে বিক্রেতাবিহীন সততা স্টোর। একটি কক্ষে তাদের প্রয়োজনীয় শিক্ষা ও খাদ্য সামগ্রী ক্রয়ের ব্যবসা করা হয়েছে। এই উদ্যোগের ফলে তারা নৈতিকতা ও সততার শিক্ষা লাভ করবে। বিভিন্ন পণ্য ক্রয়ে তাদের আর্থিক সাশ্রয়ও হবে।
কালীপুর নাসেরাখাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. তাহেরুল ইসলাম বলেন, বর্তমানে সততা ও নৈতিকতার অবক্ষয় সমাজে মহামারি আকার ধারণ করেছে। শিক্ষার্থীরা শুধু লেখাপড়া করলে হবে না, তাদের মধ্যে সততার যে গুণাবলী রয়েছে তা জাগ্রত করতে সততা স্টোর বিশেষ ভূমিকা রাখবে।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. চাহেল তস্তুরী বিক্রেতাবিহীন সততা স্টোরে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে বলেন, পিছিয়ে পড়া অজপাড়া গ্রামে এই ধরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সততার মাধ্যমে ক্রয়-বিক্রয়ের যে শিক্ষা দেওয়া হচ্ছে; তা দেশে বিরল। এই প্রতিষ্ঠান থেকে বের হওয়া শিক্ষার্থীরা দেশ ও সমাজের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বাঁশখালী উপজেলার প্রত্যেকটা স্কুল, মাদ্রাসা ও কলেজে বিক্রেতাবিহীন সততা স্টোর চালু করার জন্য প্রতিরোধ কমিটির আহবান জানান। এ ব্যাপারে তিনি উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।                                                                                      –সৌজন্যেঃ দৈনিক পূর্বকোণ

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *