তাফহীমুল ইসলাম, বাঁশখালী-
সারাদেশের মতো বাঁশখালীতেও করোনা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে আজ। আজ সকাল সাড়ে এগারোটার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে প্রথম করোনা টিকা নেন চট্টগ্রামের প্রথম করোনা আক্রান্ত চিকিৎসক ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাক্তার আসিফুল হক। এসময় বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথম ভ্যাকসিন গ্রহণকারী ডাঃ আসিফুল হক বলেন, ‘বাঁশখালীতে প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভ্যাকসিন গ্রহণ করেছি। ভ্যাকসিন নিয়ে আমি বাসায় চলে এসেছি। আমার শরীরে ভ্যাকসিন নেয়ার প্রভাবে কোন অনুভূতি সৃষ্টি হয়নি; স্বাভাবিক আছি। আমি ছাড়াও হাসপাতালের অফিস সহকারী, টেকনিশিয়ান, এম্বুলেন্স চালক, নার্সসহ আরো কয়েকজন ভ্যাকসিন গ্রহণ করেছেন। বাঁশখালীতে ১২০ জন করোনা টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন।’