BanshkhaliTimes

বাঁশখালীতে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ!

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর অগ্রাধিকার মূলক কার্যক্রম শিক্ষায় ডিজিটালাইজেশন প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পৌরসদস্থ পূর্ব জলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী রাজ মোহাম্মদ আজাদ ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সার্বিক সহযোগিতায় সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে উক্ত বিদ্যালয়ের ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ও পাঠোন্নতিপত্র আনুষ্ঠানিকভাবে গত রবিবার (১৯ আগষ্ট) বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণের উপস্থিতিতে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বর্নাঢ্যভাবে ফলাফল প্রকাশ করা হয়।

উক্ত ফলাফল ও পাঠোন্নতিপত্রে শিক্ষার্থীদের মোট নাম্বারের ভিত্তিতে গ্রেড নং জিপিএ ও মাসিক উপস্থিতির বিস্তারিত বিবরণ রয়েছে।বপ্রবীণ ও অভিজ্ঞ প্রধান শিক্ষক রাজ মোহাম্মদ আজাদের দীর্ঘ দিনের অক্লান্ত পরিশ্রমের ফলে নিজস্ব সফটওয়ার তৈরি করে এই ফলাফল প্রকাশ করেন।

বাঁশখালীর অন্যান্য সকল বিদ্যালয়ের শিক্ষকগণ এই পদ্ধতিতে অনুসরণ করলে দ্রুত গতিতে সেবার মান বৃদ্ধির পাশাপাশি অতিরিক্ত অনেক কাজ কমে যাবে বলে জানান তিনি।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *