বাঁশখালী টাইমস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬, বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে দেওয়ালে পোস্টার লাগিয়ে আচরণবিধি লঙ্ঘন করছেন সব দলের সব প্রার্থী।

সরেজমিনে দেখা গেছে, বাঁশখালীর সর্বদক্ষিণে পুঁইছড়ি থেকে শুরু করে একেবারে পুকুরিয়া চাঁনপুর পর্যন্ত বিভিন্ন বাজারে প্রার্থীরা তাদের পোস্টার ঝুলানোর পাশাপাশি দেওয়াল, দোকানের সার্টার, বৃক্ষ, পিলারে পোস্টার সাঁটিয়েছেন, যা নির্বাচনী আচরণ বিধির সুষ্পষ্ট লঙ্ঘন!
পোস্টার সাঁটানো প্রার্থীরা হচ্ছেন, নৌকা প্রতীকের মোস্তাফিজুর রহমান চৌধুরী, ধানের শীষ প্রতীকের জাফরুল ইসলাম চৌধুরী, লাঙ্গল প্রতীকের মাহমুদুল ইসলাম চৌধুরী, আপেল প্রতীকের জহিরুল ইসলাম, হাতপাখা প্রতীকের ফরিদ আহমদ আনসারী, মোমবাতি প্রতীকের মুনিরুল ইসলাম আশরাফি, চেয়ার প্রতীকের মুহিউল আলম ও কুঁড়েঘর ঘর প্রতীকের আশীষ মিত্র। বাঁশখালীর বিভিন্ন স্থানে এদের প্রত্যেকের দেওয়ালে সাঁটানো পোস্টার দেখা গেছে।
নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ৯ (ক) ও খ অনুযায়ী, দেয়ালে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কোনো কালি বা রং দ্বারা বা অন্য কোনোভাবে দেয়াল ছাড়াও কোনো দালানে নির্বাচনী প্রচারণামূলক কোনো লেখা বা আঁকা যাবে না।
কিন্তু কেউই মানছেন না এই আচরণবিধি। অথচ এই আচরণবিধি লঙ্ঘনের জন্য বিধিমালায় জরিমানার কথা বলা আছে।