BanshkhaliTimes

বাঁশখালীতে পিকঅাপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩

মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি প্রধান সড়কের দক্ষিণ জলদী মনছুরিয়া বাজারের উত্তর পাশে বুধবার (২৩ মে) সকাল সাড়ে ৬ টায় পিকাপ (মিনি ট্রাক, চট্টমেট্রো-১১-৫৫৯১) – অটোটেক্সি (সিএনজি)’র মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর অহত হয়েছে।

উপজেলার শেখেরখীল হতে মাছ বোঝাইকৃত মিনিট্রাকটি সাতকানিয়ার উদ্দ্যেশ্যে যাত্রাকালে মইজ্জারটেক থেকে ছেড়ে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষের ফলে এ ঘটনা ঘটে। এতে মৎস্য ব্যবসায়ী মোস্তাক আহমদ (৩৫), পিকাপের
ড্রাইভার মো. কামাল হোসাইন (৪০) সহ অন্তত আরো একজন গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসা প্রদানের জন্য বাঁশখালী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিকাপটি মাছ বোঝাই করে সাতকানিয়ার উদ্দ্যেশ্যে যাত্রাকালে চট্টগ্রাম থেকে বেপরোয়াভাবে আসা অটোটেক্সির যাত্রীদের মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য পিকাপটি নিজে সড়ক সংলগ্ন গাছের সাথে আটকিয়ে দেয়। এতে দুজন মৎস্য ব্যবসায়ী ও পিকাপের ড্রাইভার গুরুতর আহত। এবং পিকাপের সামনের অংশ দুমড়েমুচড়ে ভেঙ্গে যায়।

অটোটেক্সির যাত্রীদের একজন জানান, সিএনজির ড্রাইভারের হেয়ালীপনার কারণেই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *