বাঁশখালী টাইমস: পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে চট্টগ্রামস্থ বাঁশখালী জাতীয়তাবাদী ছাত্রঐক্য ফোরাম কর্তৃক অায়োজন হয় ঈদ পূর্ণমিলনী ও ছাত্রসমাবেশ। এতে বক্তব্যকালে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, পৌর বিএনপির অাহবায়ক, সাবেক মেয়র অালহাজ কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাখাওয়াত জামান দুলাল, বাঁশখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, বৈলছড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সফল চেয়ারম্যান ইব্রাহীম খলীল, চট্টগ্রামস্থ বাঁশখালী ছাত্রঐক্য ফোরাম এর সম্মানিত সভাপতি, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অাহবায়ক শাহ নেওয়াজ, পৌরসভা ছাত্রদলের সভাপতি জিয়াউল হাসান হোসাইনী, সাধারণ সম্পাদক ওসমান গনি মুজাহিদ।
চট্টগ্রামস্থ বাঁশখালী ছাত্র ঐক্য ফোরামের পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আলোচনা সভায় বক্তারা বলেন, বাঁশখালী একটি অনগ্রসর এলাকা। তবে ধীরে ধীরে বাঁশখালীর সামগ্রিক অবস্থার পরিবর্তন হচ্ছে। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করা খুব জরুরি। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় হলে এখানকার ও পার্শ্ববর্তী উপজেলার শিক্ষার্থীদের দূর-দূরান্তে গিয়ে পড়ালেখা করতে হবে না। এব্যাপারে বাঁশখালীর সব পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতার আশা ব্যক্ত করা হয়।