মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী ( Banshkhali ) পৌরসভার উত্তর ৫,৪,৩,২ ও সরল ইউনিয়নের জালিয়া ঘাটাতে এক পাগলা কুকুরের কামড়ে অনন্ত ২৬ জন আহত। আজ ১৬ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭ থেকে রাত ১১ টটা পর্যন্ত এই কুকুরটির তান্ডব চলে। রাত ১১ টা পর্যন্ত প্রায় ২৬ জন কুকুর কামড়ানো রোগীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বাঁশখালী ( Banshkhali ) হাসপাতালের চিকিৎসক ডাঃ তুষিত কুমার বড়ুয়া ও ডাঃ জুবরিয়া শারমিন বলেন, উত্তর জলদী থেকে শুরু হয়ে সরল জালিয়াঘাটা পর্যন্ত একটি কুকুর কামড়িয়েছে। উপজেলা হাসপাতালে ভ্যাকসিন সাপ্লাই থাকে না। যখন পাগলা কুকুর কামড়ালে দুটি ভ্যাকসিন দিতে হয়। এটি যেহেতু পাগলা কুকুর তাই রোগীদের আর আই জি (RIG)ভ্যাকসিন দিতে হবে। তবে চিকিৎসা নিতে কোন রোগী (RIG) ভ্যাকসিন পাইনি। কারন শুক্রবার উপজেলা পরিষদ অফিস বন্ধ এবং রাতে হওয়ায় কেউ আর আই জি (RIG) ভ্যাকসিন পায়নি। পুরো উপজেলায় আর আই জি(RIG) ভ্যাকসিন সংকট চলছে।
কুকুরে কামড়ানো রোগীরা হল- মোঃ এরশাদ(৩৫), মোঃ ফরিদুল আলম (৪৫), মোঃ হাসান(৫৫),মোঃ নুরল কবির (৩৮), সাইফুল (৯), শাহানা বেগম (২৫), মাহবুব আলম (৩০), কুলছুমা (৩২), জোবাইদা খাতুন (৪৮), মিলন শীল (৬৫), আলী হোসাইন (৫০), শেলী সুব্রত (৪০), শেখ আহমদ উল্লাহ (৫১), কায়কোবাদ (৬৮) জাকের (৫০), লাতু মিয়া (৬৫), আবদুস চবুর (৩৫), এয়াকুব আলী (৬৬), আলী হোসেন (৩৫)।
এরমধ্যে এই কুকুরের কামড়ে বাঁঁশখালী ( Banshkhali ) পৌরসভা ৩ নং ওয়ার্ডের মোঃ হামিদ (৯) নামের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাই জরুরী ভিত্তিতে কুকুরটি নিধন অতিব জরুরী হয়ে পড়েছে।