মুহাম্মদ মুহিব্বুল্লাহ ছানুবীঃ বাঁশখালী ( Banshkhali ) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেনের নির্দেশে এসআই মোঃ নুরুল আনোয়ার ও এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্সের সহায়তায় গত সোমবার (১৬ জানুয়ারী) বাঁশখালী-পেকুয়া আঞ্চলিক সড়কের প্রেমবাজার নামক স্থানের অনুমানিক ৫০০ গজ দক্ষিণে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি সিএনজি অটোরিকশায় অভিযান চালিয়ে পাঁচশত পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করে।আটককৃতরা হলেন, মোঃ নুরুল হক (৩৪) পিতা- লোকমান হোসনে, সাং-কালীপুর, ০২নং ওয়ার্ড থানা- উত্তর মতলব, জেলা- চাঁদপুর ও মোঃ জমির হোসেন প্রঃ সেলিম (২৪) পিতা- মৃত আবুল ফয়েজ, সাং- জালিয়া পাড়া ০৫নংওয়ার্ড (আলী হোসেনের ভাড়া বাড়ী) থানা-টেকনাফ, জেলা কক্সবাজার। আটকদের দেহ তল্লাশী করে ৫০০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য একলক্ষ পঞ্চাশ হাজার টাকা বলে জানান, অভিযান পরিচালনাকারী পুলিশ অফিসার এসআই নুরুল আনোয়ার। আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।