বাঁশখালী টাইমস: বাঁশখালীতে অটোরিকশা শ্রমিক সংগঠনের ব্যানারে আহূত পরিবহন ধর্মঘট চলছে। বলতে গেলে সকাল থেকেই সিএনজি যেন উধাও হয়ে গেছে বাঁশখালী থেকে! যানবাহন শূণ্যতায় যাত্রীভোগান্তি বেড়েই চলছে। পরিবহন ধর্মঘট বাঁশখালী ছাড়াও পেকুয়া ও সাতকানিয়ার পশ্চিমাংশ অন্তর্ভূক্ত।
জানা গেছে, তৈলারদ্বীপ ব্রীজে বাঁশখালীর প্রবেশ মুখে পরিবহন শ্রমিকরা গাড়ি চলাচলে বাধা দিচ্ছে। ধর্মঘট সফল করতে তারা ডিজেল চালিত কোনো গাড়িই চলতে দিচ্ছে না। রাস্তায় টায়ার জ্বালিয়ে দিয়েছে বিভিন্ন জায়গায়।
সকালে শহরে অফিসগামী বাঁশখালীর নিয়মিত যাত্রী শোয়াইবুল ইসলাম জানান, “আধাঘণ্টা ধরে হাঁটছি, কোনও গাড়ি পাচ্ছি না। গতকাল ধর্মঘট হবে বলে শুনেছি কিন্তু পাত্তা দিইনি। কারণ এর আগে অনেক বড় রাজনৈতিক দলের হরতালও এমনভাবে পালিত হয়নি।”
উল্লেখ্য, বাঁশখালীর বিভিন্ন যানবহন শ্রমিকদের উদ্যোগে সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীকে সম্বর্ধনা দেয়ার কথা ছিল। কিন্তু বাঁশখালী আওয়ামীলীগের প্রকাশ্য প্রতিহতের ঘোষণায় সেই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়। তাছাড়া অনুষ্ঠান স্থগিতসহ বিভিন্ন জায়গায় পরিবহন শ্রমিকদেরকে মারধর ও গাড়ির গ্লাস ভাঙচুর করার প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাঁশখালী পেকুয়া সাতকানিয়ার পশ্চিম অংশসহ পরিবহন শ্রমিক ধর্মঘট ডাকা হয়েছে।