
বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর ১ নং নির্বাচন প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা মোঃ হাবিব হাসান।
তিনি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য। বর্তমানে বাঁশখালী উপজেলা আওয়ামীলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমান সংসদ সদস্যের নির্বাচন প্রতিনিধি মো: হাবিব হাসান বাঁশখালী টাইমসকে বলেন- ‘আমাদের নেতা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীতে প্রায় ১২০০ কোটি টাকার উন্নয়ন কাজ করেছেন। উপকূলীয় এলাকার স্বপ্নের বেড়িবাঁধ ও প্রধান সড়ক সংস্কারসহ বিভিন্ন মেগা প্রকল্প প্রায় শেষের দিকে। আমাদের প্রত্যাশা বাঁশখালীবাসী ৩০ তারিখের নির্বাচনে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নৌকায় তাদের মূল্যবান রায় দিবেন।