মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৩ চট্টগ্রাম-১৬ সংসদীয় বাঁশখালী আসন থেকে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে পৌরসদরস্থ গ্রীন পার্ক কমিউনিটি সেন্টারে কর্মী সমাবেশ ও মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরবর্তীতে তিনি পৌরসভা কার্যালয়ে আওয়ামী লীগ আওতাধীন ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরীর সভাপতিত্বে ও পৌরসভা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু নীল কন্ঠ দাশের সঞ্চালনায় এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার যে উন্নয়ন করেছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারো জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার মেধাবী নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। তেমনি বর্তমান সরকার ক্ষমতায় থাকার সুবাধে বাঁশখালী ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দেখার মত উন্নয়ন হয়েছে। আগামীতে আওয়ামী লীগ সরকারের গৃহীত উন্নয়ন কর্মকান্ড শেষ হলে দেশের চেহারা পাল্টে যাবে। ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে নারীদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্কভাতা চালু করেছেন। নারী এখন সমাজ পরির্বতনে কাজ করে যাচ্ছেন। বলতে গেলে জননেত্রী শেখ হাসিনা নারী সমাজের অগ্রদূূত।
সেই জন্য একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সর্বস্তরের জনগণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর,দপ্তর সম্পাদক বাবু শ্যামল কান্তি দাশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতা কর্মীবৃন্দ।