BanshkhaliTimes

বাঁশখালীতে নিরাপদ সড়ক দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

তাফহীমুল ইসলাম, বাঁশখালী-

বাঁশখালীর ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে ইসলামী যুব আন্দোলনের ব্যানারে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। সংগঠনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা মোবারক হোসাইন আসিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বাঁশখালী উপজেলা পরিষদ গেইটে আজ বেলা সাড়ে বারোটার দিকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম জেলা সেক্রেটারি মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী যাত্রী অধিকার পরিষদের আহবায়ক এম মনসুর আলী, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফয়জুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, যুব আন্দোলন নেতা জাওয়াদুল করিম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্বাস উদ্দীন, বাঁশখালী উপজেলার সহ সভাপতি লোকমান হাকিম প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় গত পনেরো দিনে আমরা আমাদের একাধিক ভাইকে হারিয়েছি। অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়ে চিকিৎসাধীন আছে। আমরা আর কাউকে হারাতে চাই না। বাঁচার অধিকারের দাবিতে আমরা আজ রাজপথে নেমে এসেছি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাঁশখালীতে এসব দেখার কেউ নেই, যেন কোন নিয়ন্ত্রক নেই! বাঁশখালী সড়কে অনতিবিলম্বে শৃঙ্খলা ফেরাতে হবে। অন্যথায় আমরা আরো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো।’ মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে ১৯ দফা দাবি পেশ করা হয়।

মানববন্ধন শেষে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এক স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের পক্ষে এ স্মারকলিপি গ্রহণ করেন প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ নুরুল হুদা।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *