মুহাম্মদ তাফহীমুল ইসলাম(বাঁশখালী টাইমস)- বাঁশখালী থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর সুদৃষ্টিতে ধীরে ধীরে পুরো বাঁশখালী বিদ্যুতায়নের পথে হাঁটছে। তারই ধারাবাহিকতায় মোস্তাফিজুর রহমান চৌধুরী বাঁশখালীকে শতভাগ বিদ্যুতায়ন করার লক্ষ্যে সম্প্রতি কাজ শুরু করেছেন।
জানা যায়, এমপি মোস্তাফিজুর রহমান গতকাল বৈলছড়ী ইউনিয়নের ১০৮ টি ঘরের বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেছেন। যেখানে ইতিপূর্বে বিদ্যুৎ পৌঁছায়নি। পাহাড়ি এলাকা হওয়ায় বৈলছড়ীর এই অঞ্চলটি সবসময় ছিল অবহেলিত। এমপি মোস্তাফিজুর রহমানের সুদৃষ্টিতে আজ সেই অবহেলিত অঞ্চলেও পৌঁছেছে বিদ্যুৎ। এখানের ছেলে-মেয়েরাও এখন বিদ্যুতের আলোতে লেখাপড়া করতে পারছে, রাতে ফ্যানের বাতাস খেয়ে ঘুমাতে পারছে।
মাত্র একদিনের ব্যবধানে মোস্তাফিজুর রহমান এমপি শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্য পূরণে ছুটে যান খানখানাবাদ ও চাম্বলে। সেখানেও উদ্বোধন করেন বিদ্যুৎ সংযোগ। এতে ধীরে ধীরে বাঁশখালী শতভাগ বিদ্যুতায়ন হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে।
আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, আমি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী, কোনো প্রতিহিংসার রাজনীতিতে নয়। যার ফলে বর্তমান সরকারের আমলে বাঁশখালীর সর্বত্র উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পেরেছি। তারই ধারবাহিকতায় আজকে পশ্চিম বাঁঁশখালীর অধিকাংশ রাস্তা-ঘাটসহ প্রতিটি বাড়িতে বিদ্যুৎতায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে উপকূলীয়বাসীর একমাত্র প্রাণের দাবি ২৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধের কাজও প্রায় সমাপ্তির পথে।
ঘরের মাঝে বিদ্যুতের আলো জ্বালিয়ে দেয়ায় মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির প্রতি বিভিন্ন এলাকার ব্যক্তি, সামাজিক সংগঠন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।