মুহাম্মদ মিজান বিন তাহের: বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে আতিকুর রহমান যোগদান করেছেন। ৩৫ তম ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সোমবার (২৩ মার্চ) এসিল্যান্ড হিসেবে পদায়ন পাওয়ার পর বাঁশখালী উপজেলা ভূমি কার্যালয়ে যোগদান করেন।
এর আগে তিনি মৌলভীবাজার জেলা প্রসাশকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। আতিকুর রহমান ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক।
অন্যদিকে তার স্ত্রী নীলুফা ইয়াছমিন
লোহাগাড়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন। তিনি ২৫ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিদায়ী লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ৩৫ তম বিসিএস পাশ করে সিলেট মৌলভীবাজার বিভাগীয় কমিশনার কার্যালয়ে স্বামী স্ত্রী দুই জনই কর্মরত ছিলেন। সেখান থেকে লোহাগাড়া উপজেলা কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন।
বাঁশখালীর সাবেক সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম রাজিব বদলি হয়েছেন পাশ্বর্বতী সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে। উপজেলা ভূমি অফিসে যোগদানের পর আতিকুর রহমান বলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল বশিরুল ইসলাম বিগত দিনে যেভাবে সেবা দিয়েছেন, তার ধারাবাহিকতা অব্যাহত রেখে সুনামের সহিত ভবিষ্যতে আরও উন্নততর সেবা প্রদান করার লক্ষ্যে কাজ করে যাব।