২৩ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের একক প্রার্থী সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সমর্থনে ধানের শীষের পক্ষে বাঁশখলীর কালীপুর ইউনিয়ন ও বৈলছড়ি ইউনিয়নে মিছিল অনুষ্ঠিত হয়।

বিকেল ৩ টার দিকে কালীপুরে ও বিকেল ৫ টার দিকে বৈলছড়িতে মিছিল ও সমাবেশ হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, বাঁশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, চট্টগ্রাম দক্ষির জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জামাল হোসেন, বাঁশখালী উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছাত্রনেতা কে, এম জামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জাফরুল ইসলাম বলেন, গণতন্ত্র রক্ষা ও খালেদা জিয়াকে মুক্তির জন্য আপনারা ধানের শীষের পক্ষে কাজ করে যান, বাঁশখালীতে ধানের শীষকে বিজয়ী করুন।
এছাড়া গতকাল বাঁশখালীর বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।