মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলার কোকদন্ডী ভূমি অফিসে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণকালে দুদকের অভিযানে এক ভূমি কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় বাঁশখালী গুনাগরী ভূমি অফিস থেকে ১৫ হাজার টাকা ঘুষ গ্রহণ লকালে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নুরুল আলম সিদ্দিকীকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ থেকে তল্লাশী চালিয়ে আরো ৪৭ হাজার টাকা পাওয়া যায়। জানা যায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপ পরিচালক মাহমুদ হাসান ও লুৎফুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে তার কাছ থেকে নগদ অর্থ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ পরিচালক মো. সিরাজুল ইসলাম জানান, ঘুষ আদান প্রদানকালে গোপন সংবাদের ভিত্তিতে গুনাগরি কোকদন্ডী ভূমি অফিসে অভিযান পরিচালনা করি। এতে উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে ১৫ হাজার টাকা নগদ এবং তার শরীরে তল্লাশী চালিয়ে আরো ৪৭ হাজার টাকা উদ্ধার করা হয়।